দিবস

স্বাধীনতা দিবস ২০২২ স্ট্যাটাস, উক্তি, ছন্দ কবিতা ও পিক ডাউনলোড

স্বাধীনতা দিবস ২০২২ স্ট্যাটাস, উক্তি, ছন্দ কবিতা ও পিক ডাউনলোড! 26 শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জন্য অনলাইনে সেরা উক্তি ছন্দ কবিতা এবং পিকচার ডাউনলোড করার জন্য অনলাইনে খোঁজ করে থাকে। শহীদ দিবস রঙ্গিন এবং আনন্দময় করে তোলার জন্য আমরা এখানে কতগুলো মুক্তি কবিতা ছন্দ এবং  ছবি দিয়েছি যেগুলোর মাধ্যমে আপনারা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে পারবেন।দেশের প্রতি মমতা এবং ভালোবাসার  উদাহরণস্বরূপ আমাদের 26 শে মার্চ মহান স্বাধীনতা দিবস.

সুতরাং, ৫১তম স্বাধীনতা দিবস উদযাপন করার জন্য আমরা এখানে কতগুলো আনকমন এবং নতুন ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং টুইটারে স্ট্যাটাস সংগ্রহ করেছি যেগুলো ব্যবহার করে এখনই আপনারা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করার মধ্য দিয়ে জাতীয় দিবস কে আনন্দঘন করে তুলতে পারবেন। ১৯৭১ সালের 26 শে মার্চ এবং 2022 সালের 26 শে মার্চ উদযাপন প্রক্রিয়া কতটুকু আনন্দঘন করে তুলতে পারে সেটাই এখন দেখার পালা। বন্ধুরা স্বাধীনতা দিবস উদযাপনের মধ্য দিয়ে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের সুনাম আরো বেশি প্রচার করার লক্ষ্যে দেশী-বিদেশী সকল বন্ধুদের নিকট শহীদ দিবসের মর্যাদা তুলে ধরার আহ্বান থাকছে।

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

একটা আদর্শের জন্য লড়ে কারোর মৃত্যু হতেই পারে, কিন্তু মৃত্যুর পরেও সেই আদর্শ হাজারটা মানুষের মধ্যে বেঁচে থাকে।

কেবলমাত্র বোমা বা বন্দুক দিয়ে বিপ্লব আসেনা, বিপ্লবের তলোয়ার ধার পায় বৈপ্লবিক চিন্তাশক্তিতে। – ভগৎ সিং

যুদ্ধ খারাপ জিনিস, কিন্তু হয়তো সবথেকে খারাপ নয়। কিন্তু এক ক্ষয়ে যাওয়া অধঃপতিত দেশাত্ববোধ যা মনেকরে কোনো পরিস্থিতিতেই যুদ্ধ প্রয়োজন নেই – অনেক বেশি ভয়ানক ও চিন্তার। – John Stuart Mill

26 march ststus 2

স্বাধীনতা এক অমূল্য উপহার যা আমাদের দিয়েছে বীর স্বাধীনতা সংগ্রামীরা।

যদি দেশের জন্য তোমার ভেতরে আবেগ না থাকে তাহলে তোমার শরীরে রক্ত না জল বইছে।

 শহীদ দিবসের উক্তি

এখন যদি কেউ বাংলাদেশের স্বাধীনতা হরণ করতে চায়, তাহলে সে স্বাধীনতা রক্ষা করার জন্যে মুজিব সর্ব প্রথম তার প্রাণ দেবে।
– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

“ ব্যক্তি জন্ম নেয় এক মুষ্টি ধুলি থেকে সরল দীন, ব্যক্তির অন্তর থেকে জন্ম নেয় এক জাতি। ” – আল্লামা ইকবাল

“ আমি একটি স্বাধীন দেশের নাগরিক এর চাইতে বড় গৌরব আর কিসে হতে পারে ?” – জে. আর লাওয়েল

“নিজের দেশকে ভালোবাসা যদি অপরাধ হয়, তাহলে আমি অপরাধী।” – ঋষি অরবিন্দ ঘোষ

“একটি দেশের মহানতা এবং নৈতিক প্রগতি এই বিষয়ে মাপা যেতে পারে যে সেই দেশে জন্তু-জানোয়ার দের সাথে কি রকম ব্যবহার করা হয়।” – মহাত্মা গান্ধী

sadhinata dibosh status

এই স্বাধীনতা তখনি আমার কাছে প্রকৃত স্বাধীনতা হয়ে উঠবে, যেদিন বাংলার কৃষক-মজুর ও দুঃখী মানুষের সকল দুঃখের অবসান হবে
– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

সাংস্কৃতিক স্বাধীনতা ছাড়া রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা অর্থহীন। তাই মাটি ও মানুষকে কেন্দ্র করে গণমানুষের সুখ শান্তি ও স্বপ্ন এবং আশা-আকাঙ্খাকে অবলম্বন করে গড়ে উঠবে বাংলার নিজস্ব সাহিত্য-সংস্কৃতি।
– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

 স্বাধীনতা দিবস ২০২২ ছন্দ

”প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ…” আমাদের জীবন-মরণ এই বাংলাদেশের স্বাধীনতা দিবসে সবাইকে শুভেচ্ছা।

”স্বাধীনাতা তুমি ……” মহান স্বাধীনতার জন্য যে সকল অকুতোভয় বীর সন্তানরা বিলিয়ে দিয়েছিলেন তাদের তাজা প্রাণ সে সকল শহীদদের স্মরণে….. সকলকে মহাণ স্বাধীনতা দিবসের অভিনন্দন।

”একটি বাংলাদেশ তুমি… জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার।” সারা বিশ্বের বিস্ময় এই বাংলাদেশের জন্য আসুন আমরা সবাই মিলে কাজ করি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এটাই হোক আমাদের শপথ।

আরো দেখুন>> মহান স্বাধীনতা দিবসের ছবি ওয়ালপেপার এবং ব্যানার

independence day Bangladesh

 26 মার্চ ফেসবুক স্ট্যাটাস

২৬শে মার্চ তুমি নও শুধু একটি তারিখ। নও একটি স্মৃতি চিহ্ন, তুমি লাখো শহীদের রক্তের প্রতিক। তুমি চির বঞ্চিতের হুংকার,আবার তুমিই দিয়েছো চির শান্তি, ৩০ লক্ষ শহীদ আত্মার।

২৬ মার্চ তুমি একটি উজ্জ্বল নক্ষত্র। বাংলা মায়ের আকাশ পাড়ে, তোমার জন্যই আজি বইছে আনন্দ, উল্লাস স্নেহ মাখা বাংলার হৃদয় জুড়ে। সকলকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

**** ”’ একটি বাংলাদেশ তুমি… জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার।”” সারা বিশ্বের বিস্ময় এই বাংলাদেশের জন্য আসুন আমরা সবাই মিলে কাজ করি। মহান স্বাধীনতা দিবসের এটাই হোক আমাদের শপথ।

26 march status

 বাংলাদেশ এবং স্বাধীনতা দিবস

প্রতিটি দেশের স্বাধীনতা দিবস যেমন গুরুত্বপূর্ণ তেমনি বাংলাদেশের স্বাধীনতা দিবস বাঙালি জাতির জন্য গুরুত্বপূর্ণ. দিবসকে ঘিরে নানা ধরনের সংবাদপত্র, টিভি এবং অনলাইন পোর্টাল ইতোমধ্যে আর্টিকেল তৈরি করেছে.26 শে মার্চে কেন্দ্র করে  সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ইতোমধ্যে ডামাডোল বেজে উঠেছে.

বাংলাদেশের ইতিহাস লক্ষ্য করলে দেখা যায় যে হাজার 971 সালের 26 শে মার্চ কালো রাত এর মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ঢোল বেজে ওঠে। কাল রাতে বাঙ্গালীদের উপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানী সেনাবাহিনীরা। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে অসংখ্য ছাত্র এবং বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হয়।  আজ যেহেতু বাংলাদেশ বিশ্বের মানচিত্রে জায়গা দখল করে নিয়েছে তাই এই দিনটি সমগ্র বাঙালি জাতির জন্য একটি উৎসবমুখর দিবস। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী  এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তোমাদের বাংলাদেশে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান গন অংশগ্রহণ করেছে। 

আরো দেখুন >> 26 শে মার্চ এইচডি পিকচার ডাউনলোড

যাই হোক, ইতিহাস নির্ভর 26 শে মার্চ কে কেন্দ্র করে বাংলাদেশের প্রতিটি শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে আনন্দে সীমাহীন বর্ণনা লক্ষ করা যায়। আমাদের গুরুত্বপূর্ণ নিয়মিত ভিজিটর বন্ধুরা যাতে দেশ প্রেম অন্তরে লালন করে দেশকে ভালবেসে স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তী সঠিক ভাবে পালন করতে পারে এবং অনলাইন কে মাধুর্যমন্ডিত করতে পারে সেই লক্ষে আমাদের এই আয়োজন।

independence day Bangladesh pic

 স্বাধীনতার ফেসবুক স্ট্যাটাস

১। ‌‌”এক নদী রক্ত পেরিয়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবনা…” — বাংলার স্বাধীনতার জন্য যাদের রক্তের নদী বয়ে গিয়েছিল বাংলার বুকে সেই সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায়– স্বাধীনতা দিবস সফল হোক।

২। ”প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ…” আমাদের জীবন-মরণ এই বাংলাদেশের স্বাধীনতা দিবসে সবাইকে সুভেচ্ছা।

৩। ”স্বাধীনতা তুমি ……” মহান স্বাধীনতার জন্য যে সকল অকুতোভয় বীর সন্তানরা বিলিয়ে দিয়েছিলেন তাদের তাজা প্রাণ সে সকল শহীদদের স্মরণে….. সকলকে মহাণ স্বাধীনতা দিবসের অভিনন্দন।

এভাবে আরো অনেকগুলো sms এসেছিল। তবে যে জন্য আজকের এই লেখা সেটা মুলত নিচের sms দুটির জন্য

**** ”’ একটি বাংলাদেশ তুমি… জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার।”” সারা বিশ্বের বিস্ময় এই বাংলাদেশের জন্য আসুন আমরা সবাই মিলে কাজ করি। মহান স্বাধীনতা দিবসের এটাই হোক আমাদের শপথ।

sadhinata dibosh status bangla

স্বাধীনতার কবিতা

 “স্বাধীনতা তুমি”

 কবি: শামসুর  রাহমান 

স্বাধীনতা তুমি
রবিঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান।
স্বাধীনতা তুমি
কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো
মহান পুরুষ, সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা-
স্বাধীনতা তুমি
শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা
স্বাধীনতা তুমি
পতাকা-শোভিত শ্লোগান-মুখর ঝাঁঝালো মিছিল।
স্বাধীনতা তুমি
ফসলের মাঠে কৃষকের হাসি।
স্বাধীনতা তুমি
রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার।
স্বাধীনতা তুমি
মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশী।
স্বাধীনতা তুমি
অন্ধকারের খাঁ খাঁ সীমান্তে মুক্তিসেনার চোখের ঝিলিক।
স্বাধীনতা তুমি
বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর
শানিত কথার ঝলসানি-লাগা সতেজ ভাষণ।
স্বাধীনতা তুমি
চা-খানায় আর মাঠে-ময়দানে ঝোড়ো সংলাপ।
স্বাধীনতা তুমি
কালবোশেখীর দিগন্তজোড়া মত্ত ঝাপটা।
স্বাধীনতা তুমি
শ্রাবণে অকূল মেঘনার বুক
স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন।
স্বাধীনতা তুমি
উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন।
স্বাধীনতা তুমি
বোনের হাতের নম্র পাতায় মেহেদীর রঙ।
স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জ্বলজ্বলে এক রাঙা পোস্টার।
স্বাধীনতা তুমি
গৃহিণীর ঘন খোলা কালো চুল,
হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম।
স্বাধীনতা তুমি
খোকার গায়ের রঙিন কোর্তা,
খুকীর অমন তুলতুলে গালে
রৌদ্রের খেলা।
স্বাধীনতা তুমি
বাগানের ঘর, কোকিলের গান,
বয়েসী বটের ঝিলিমিলি পাতা,
যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা।
সবশেষ আমরা আশা করছি যে, বাঙালি জাতি কখনো মাথা নোয়াবার নয়, তাই স্বাধীনতা দিবস 26 শে মার্চ জাতীয় অথবা শহীদ দিবস প্রতিটি ঘরে ঘরে আনন্দ সাথে উদযাপিত হোক সেই প্রত্যাশায় এবং আগামী স্বাধীনতা দিবস উদযাপন করার আশাবাদ ব্যক্ত করে কথা শেষ করছি। আমাদের ওয়েবসাইটের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। 

Asad Pervez

আমি আসাদ পারভেজ । 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button