2021 দুর্গাপুজোর নির্ঘণ্ট ! একনজরে দেখে নিন সময়-তিথি-ক্ষণ
বাঙালি আর বাংলা ক্যালেন্ডার দুটোই এক সূত্রে গাঁথা । সেই সূত্রটি হল দুর্গাপূজা । বাংলা ক্যালেন্ডার হাতে নিলেই সর্বপ্রথম দেখতে চাই দুর্গাপুজো কবে । ঠিক তেমনি বাঙালি হিন্দু মনে দুর্গাপূজা ,কালীপূজা , লক্ষ্মী ,সরস্বতী পূজার মাতামাতি আনন্দ আর খাওয়া দাওয়া ।আজকে যখন আমি পূজো পূজো এতই কথা বলতেছি তখন আসুন জেনে জানা যাক দূর্গা পুজা 2021 এর সময়সূচি ।
2021 সালের দূর্গা পূজা ভাবে কার্তিক মাসে । এখানে উল্লেখ্য যে 2021 সালের দূর্গা পূজার মহালয়া পুজোর একমাস আগেই অনুষ্ঠিত হবে কেন হবে ।এনিয়ে আমি বিস্তারিত অন্য পোস্ট আলোচনা করেছি আপনি চাইলে দেখতে পারেন ।এখন মূল কথায় আসা যাক শারদীয় দুর্গাপূজা 2021 এর শুভ মহালয়া অনুষ্ঠিত হবে 2021 সালের সেপ্টেম্বর মাসের তারিখ পড়েছে মহালয়া।
17 সেপ্টেম্বর 2021 শুভ মহালয়া
মহালায়া মানে পূজার কাউন্টডাউন শুরু । এবছর মহালয়া থেকে পূজার কাউন্টডাউন একটু দীর্ঘ হচ্ছে প্রায় এক মাসেরহতে যাচ্ছে কাউন্টডাউন ।
মহাপঞ্চমী 2021
এ বছর ২১ অক্টোবর অর্থাৎ ৪ ঠা কার্তিক বুধবার পঞ্চমী পড়েছে।
মহাষষ্ঠী 2021
সেদিন অধিবাসের সময়ক্ষণও থাকছে। ২২ অক্টোবর পড়ছে মহাষষ্ঠী। সেদিন কার্তিক মাসের ৫ তারিখ। পড়ছে বৃহস্পতিবার।
মহাসপ্তমী 2021
মহাসপ্তমী পড়ছে 2021 সালের 24 অক্টোবর, । সেদিন ৬ কার্তিক। 2021 সালে এই দিনটি হল শুক্রবার।
মহাঅষ্টমী 2021
মহাঅষ্টমী পড়ছে 2021 সালের 250অক্টোবর। সেদিন পড়ছে ৭ কার্তিক। সেদিনই থাকছে কুমারী পূজা থেকে সন্ধিপুজোর তিথি।
মহানবমী 2021
নবমী 2021 সালের নবমীর দিন পড়ছে রবিবার ২৫ অক্টোবর। কার্তিক মাসের ৮ তারিখ পড়ছে নবমী। সেদিন থাকছে নবমীর হোম ও বলিদানের তিথিও।
বিজয় দশমী 2021
দশমী 2021 সালের দশমী পড়ছে ২৬ অক্টোবর। সেদিন ৯ কার্তিক। সেদিন পড়ছে সোমবার। ওই দিন বিকেলে সিঁদুর খেলায় মাততে চলেছে বাংলা।