ডিজিটাল বাংলাদেশ কুইজ লিংক ২০২২- অনলাইন কুইজ প্রতিযোগিতা Login

প্রিয় বন্ধুরা, ডিজিটাল বাংলাদেশ দিবস (২৭ নভেম্বর) উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় এর আইসিটি বিভাগ কর্তৃক আয়োজিত কুইজ প্রতিযোগিতা ২০২২ এ অনলাইনে অংশগ্রহণ করার জন্য যারা লিংক খোঁজ করছেন, তারা এখান থেকে সরাসরি কুইজে অংশ নিতে পারবেন। ডিজিটাল বাংলাদেশ দিবস অর্থাৎ 27 নভেম্বরের আগে যারা কুইজে অংশগ্রহণ করার জন্য নিবন্ধন করেছেন এবং ইউজার আইডি প্রাপ্ত হয়েছেন শুধুমাত্র তারাই আইসিটি বিভাগের অফিশিয়াল ওয়েবসাইট থেকে অথবা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি তিনটি গ্রুপেরই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
সুতরাং, আপনি যদি ডিজিটাল বাংলাদেশ কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার নিয়ম অর্থাৎ লগ ইন প্রসেস জেনে থাকেন তাহলে অনলাইনে অথবা অ্যাপস এর মাধ্যমে সন্ধ্যা সাতটা থেকে রাত আটটার মধ্যে যেকোনো সময় নিচে দেওয়া লিংকে ক্লিক করে কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
অনলাইনে টাকা আয় করার অ্যাপস
ডিজিটাল বাংলাদেশ কুইজ প্রতিযোগিতা ২০২২ কিভাবে শুরু করব?
আপনারা জানেন যে ডিজিটাল বাংলাদেশ ক্যুইজ প্রতিযোগিতা উপলক্ষে আইসিটি বিভাগ প্রতিবছর বিজয়ী প্রার্থীদের জন্য ল্যাপটপসহ অসংখ্য স্মার্টফোন পুরস্কার দিয়ে থাকে। সে জন্য যেসকল বিজয় প্রত্যাশী ভাই ও বোনেরা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কোনো মাধ্যম পাচ্ছে না তাদের জন্য নো টেনশন। নিচে আমরা ডিজিটাল বাংলাদেশ কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার লিংক দিয়েছি।
সুতরাং, লিংকে ক্লিক করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে সরাসরি কুইজে অংশগ্রহণ করুন। আমরা অন্য একটি আর্টিকেল এ ডিজিটাল বাংলাদেশ ক্যুইজ প্রতিযোগিতা ২০২২ উপলক্ষে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিয়েছি। সেগুলো ফলো করে কুইজে অংশ নিলে আশা করি আপনি বিজয়ের দাঁড় করাতে পারবেন।
অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২২ সাইন ইন
- প্রথমে এই লিঙ্ক এ https://quiz.digitalbangladesh.gov.bd/login ক্লিক করুন।
- তারপর নির্দিষ্ট জায়গায় মোবাইল নাম্বার দিন( যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন)
- এবার আপনার পাসওয়ার্ড দিন।
- তারপর ক্যাপচা এর উত্তরের ঘরে যোগফল লিখুন।
- সর্বশেষ লগইন বাটনে ক্লিক করে ডিজিটাল বাংলাদেশ ক্যুইজ প্রতিযোগিতা ২০২২ অংশগ্রহণ করুন।
বিঃ দ্রঃ পাসওয়ার্ড ভুলে গেলে অথবা অন্য কোনো তথ্যের জন্য সরাসরি নিচের নাম্বারে কল করুন।
যোগাযোগ করুন-
# | নাম | পদবি | ইমেইল | মোবাইল |
1 | ইঞ্জি. আবু কাউছার | প্রোগ্রামার (টিম লিডার) | abu.kowsar@doict.gov.bd | কারিগরি সমস্যা |
2 | জনাব শাহ্ মুহাম্মদ রুবায়েত আলম | সহকারী প্রোগ্রামার | rubayetalam21@gmail.com | ০১৭১৭৬৬৪৫০০ |
3 | জনাব মোঃ জোনায়েদ সিদ্দিক | সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার | junayedsdq@gmail.com | ০১৭৩০৪২৯২৩২ |
4 | জনাব জসিম উদ্দিন | সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার | jasim.iit.du@gmail.com | ০১৭১৩২১৯৫১১ |
5 | জনাব মোঃ মনিরুল ইসলাম | সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার | manirdoict@gmail.com | ০১৫২১৫০১৩০৭ |
ডিজিটাল বাংলাদেশ কুইজ লিংক ২০২২
আপনি চাইলে নিচের লিংকে ক্লিক করে সরাসরি অনলাইনে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। লিংকটি হলো- https://quiz.digitalbangladesh.gov.bd/login
এছাড়াও আপনি চাইলে অ্যাপসের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ দিবস কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। সরাসরি ডিজিটাল বাংলাদেশ কুইজ প্রতিযোগিতা ২০২২ এ অংশগ্রহণ করতে অ্যাপটি ইন্সটল করুন।
ডিজিটাল বাংলাদেশ দিবস কুইজ প্রতিযোগিতা অ্যাপস ইন্সটল করার লিংক- https://quiz.digitalbangladesh.gov.bd/front/_DBD_2022_Quiz_16227578.apk