ভ্রমন

ঢাকা টু জয়দেবপুর ট্রেনের সময়সূচী ২০২৩- টিকিটের মূল্য, ভাড়ার তালিকা ও ছুটির দিন

ঢাকায় বিভিন্ন ধরনের কর্মস্থল রয়েছে। জীবিকা নির্বাহের জন্য মানুষ কর্মসংস্থান গুলোর সঙ্গে যুক্ত। বিভিন্ন জায়গা থেকে মানুষ ঢাকার দিকে ছুটে চলছে ‌। যাতায়াতের প্রয়োজনে যাতায়াত ব্যবস্থা জরুলি। তাই,যাত্রীদের যাতায়াতের জন্য ট্রেন অনেক সুবিধাজনক এবং আনন্দের ।কারণ ট্রেনে যাতায়াত করলে অনেকটা সময় সাশ্রয় হয়। বাসের তুলনায় ট্রেনের যাতায়াত করতে বেশি অসুবিধা ভোগ করতে হয় না।

প্রতিদিনের যাতায়াতের জন্য ট্রেনের সময়সূচী আলোচনা করে আপনাদের কাছে কয়েকটি সুরক্ষা টিপস রাখবো । ট্রেনের যাতায়াত স্বাচ্ছন্দ্যবোধ মনে করে অনেকেই ট্রেন সম্পর্কে জানতে আগ্রহী। আপনি এখানে ঢাকা থেকে জয়দেবপুর রেল স্টেশনের প্রয়োজনীয় তথ্য সম্পর্কে জেনে নিতে পারেন।

ঢাকা টু জয়দেবপুর ট্রেনের সময়সূচী :

ঢাকা থেকে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের ২৫.৭ কিলোমিটার দূরত্বের এই যাত্রাপথে বিভিন্ন ধরনের ট্রেন চলাচল করে। ঢাকা থেকে জয়দেবপুর রেল স্টেশন যে ট্রেনগুলো চলাচল করে সেগুলো হলো তুরা এক্রপ্রেস (০১), তুরাগ এক্সপ্রেস (০২), জয়দেবপুর কমিউটার (০২), জয়দেবপুর কমিউটার (০৩) ।ঢাকা থেকে জয়দেবপুর রেলওয়ে স্টেশনে ট্রেন চলাচল করে যাত্রীদের যাতায়াতের সুন্দর সার্ভিস দিয়ে যাচ্ছে।

এ ট্রেনগুলো বিভিন্ন সময় ছেড়ে দেওয়া হয় তাই যাত্রীরা ইচ্ছা করলে যেকোনো সময় যাতায়াত করতে পারবেন।ট্রেন গুলোতে আরামদায়ক এবং বিলাসবহুল ভাবে যাতায়াত করার জন্য বিভিন্ন ধরনের আসন ব্যবস্থা রয়েছে। ট্রেনে ভ্রমণ করলে অনেকেই ভ্রমণের ক্লান্তি অনুভব করে না। আপনি ট্রেনে যাতায়াত করতে ট্রেনের সঠিক সময় জেনে টিকেট গ্রহণ করবেন। এই ট্রেনটি নির্দিষ্ট সময়ে চলাচল করায় যাত্রীদের অনেক সময় সাশ্রয় হয়।

তাই ট্রেনে ভ্রমণ করে আপনার যাত্রা হোক সুন্দর।ট্রেনে যাতায়াত করে ট্রেন দুর্ঘটনার সম্ভাবনা অনেক কম থাকে। ঢাকা থেকে জয়দেবপুর স্টেশনে ট্রেন গুলোকে সঠিক সময়ে ছেড়ে দেওয়া হয়। বাংলাদেশ রেলওয়ে দ্বারা পরিচালিত প্রতিটি ট্রেন প্রতি সপ্তাহের একটি নির্দিষ্ট দিন বন্ধ থাকে। ট্রেনে যাতায়াত করার জন্য আপনাকে অবশ্যই ট্রেনের সময়সূচী সম্পর্কে সঠিক ধারণা নিতে হবে।ট্রেন ঢাকা স্টেশন ছেড়ে যাওয়ার সময় এবং গন্তব্য স্থানে পৌঁছানোর সময় তুলে ধরা হলো-

ট্রেনের নামছুটির দিনছাড়ায় সময়পৌছানোর সময়
তুরাগ এক্সপ্রেস(০১)শুক্রবার০৫ঃ০০০৬ঃ০০
তুরাগ এক্সপ্রেস(০২)শুক্রবার১৭ঃ১৫১৮ঃ৪০
জয়দেবপুর কমিউটর(০১)শুক্রবার১০ঃ১৫১১ঃ৪৫
জয়দেবপুর কমিউটর(০৩)শুক্রবার১৩ঃ৫০১৫ঃ০৫

ঢাকা টু জয়দেবপুর ট্রেনের টিকিটের মূল্য (ভাড়া):

ঢাকা থেকে জয়দেবপুর রেলপথে মোট চারটি ট্রেন নিয়মিত যাতায়াত করে। তাই যাত্রীরা নিজের সুবিধামতো যাতায়াত করতে কোন অসুবিধা অনুভব করে না। বিভিন্ন আসন ব্যবস্থায় টিকিটের মূল্য অনেক কম। তাই বাসের তুলনায় অনেক কম ভাড়ায় যাত্রীদের যাতায়াতের সেবার ব্যবস্থা রয়েছে।

প্রতিটি আসন ব্যবস্থা টিকিটের স্বল্পমূল্যে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ যাতায়াত সুবিধা ভোগ করতে পারেন।। ট্রেনগুলোর আসন ভিন্ন থাকায় আপনি আপনার ইচ্ছা অনুযায়ী আসন বুকিং করে যেতে পারবেন। তবে শোভন আসন থেকে অন্যান্য আসন গুলোর ভাড়া আলাদা।

বাংলাদেশ রেলওয়ের দ্বারা এসি আসনে যাতায়াতের মূল্য নির্ধারণ করা হয়েছে। এখানে ভিন্ন ভিন্ন আসন ব্যবস্থার টিকিটের মূল্য জানতে চাইলে আপনি অবশ্যই তালিকাটি দেখে নিন। নিচে ঢাকা টু জয়দেবপুর রেলওয়ে স্টেশনের সকল ট্রেনের টিকিটের মূল্য উল্লেখ করা হলো-

আসন বিভাগটিকেটের মূল্য
শোভন৪৫ টাকা
শোভন চেয়ার৫০ টাকা
প্রথম সিট৯০ টাকা
প্রথম বার্থ১১০ টাকা
স্নিগ্ধা১১৫ টাকা
এসি সিট১২৭ টাকা
এসি বার্থ১৫০ টাকা

Show More

মোঃ জাহিদুল ইসলাম

আমি মোঃ জাহিদুল ইসলাম । 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button