COVID-19এর পূর্ণরূপ হচ্ছে COronaVIrus Disease -2019 অর্থাৎ 2019 সালের চীনের উহান থেকে গত 31 ডিসেম্বর 2019 তারিখে করোনা ভাইরাস নামক মরণব্যাধি ভাইরাস ল্যাবরেটরি থেকে জন্মলাভ করে বর্তমানে পৃথিবীকে স্থবির করে রেখেছে। বিশ্বের এমন কোন দেশ নাই যে, করোনাভাইরাস এর কারণে নাগরিক মৃত্যুবরণ করেন নাই । বিশ্ব স্বাস্থ্য সংস্থা নানাবিধ দিক নির্দেশনা এবং করোনাভাইরাস থেকে বাঁচার উপায় ঘোষণা করে আসলেও দিনদিন করোনা ভাইরাসের থাবায় অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেছেন ।
আপনি কি করোনাভাইরাস থেকে নিজেকে মুক্ত রাখতে চান অথবা অন্যকে নিরাপদে রাখতে চান? তবে, নিশ্চয়ই করোনা ভাইরাসের লক্ষণ এবং নিজ নিজ সতর্কতা অবলম্বন করা জরুরী। নিজে থেকে সর্তকতা অবলম্বন না করলে এই মহামারী থেকে বাঁচার সম্ভাবনা কত পার্সেন্ট তা আমাদের জানা নেই ।
সুতরাং চলুন তাহলে নোবেল করোনাভাইরাস অর্থাৎ কোভিদ নাইনটিন এর সিমটম গুলো জেনে নেই এবং বেঁচে থাকার সঠিক উপায়ে অনুকরণ করি।
আপনারা জানেন যে, করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউয়ে বাংলাদেশ, ভারত সহ বিভিন্ন দেশ করোনাভাইরাসে থাবা থেকে মুক্ত করতে পারছেন না । যদিও করনা ভাইরাসের টিকা ইতোমধ্যে মানুষকে দেওয়া হচ্ছে। এমনকি টিকা নেওয়ার পরেও করনা ভাইরাসের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায় । কাজেই, এই মহামারী থেকে আপনি-আমি সকলেই মুক্ত থাকার সতর্কতাগুলো একবার পড়ে দ্বিতীয় বার রিভিশন দেই।
করোনাভাইরাসের লক্ষণসমূহ:
- প্রধান লক্ষণ হলো শ্বাস নিতে কষ্ট হওয়া।
- লক্ষন নিইমুনিয়ার মতো।
- জ্বর এবং কাশি থাকে।
- দেহের বিভিন্ন প্রত্যঙ্গ Damage হয়ে যাওয়া।
- করোনা ভাইরাসে (coronavirus) আক্রান্ত হলে নিউমোনিয়া হতে পারে।
- গলা ব্যথা হওয়া
বিশেঙ্গরা (coronavirus) করোনা ভাইরাস সমপের্কে বলছেন, ভাইরাসটি শরীরে ঢোকার পর এর লক্ষণ দেখা দিতে প্রায় 5 days সময় লাগে। করোনা ভাইরাসের (coronavirus) প্রথম ও প্রধান লক্ষণ হচ্ছে জ্বর। তারপর দেখা দেয় শুকনো কাশি দেখা দেয়।
করোনাভাইরাস হতে বাচার উপায়:
- করোনা ভাইরাস (coronavirus) হতে বাচতে সচেতনতা অবলম্বন করুন।
- সফরের সময় করোনা ভাইরাস (coronavirus) হতে বাচার জন্য এই ভাইরাস হতে সাবধান থাকুন।
- করোনা ভাইরাস (coronavirus) হতে বাচতে Mask ব্যবহার করুন্।
- বার বার সাবান দিয়ে অন্তত 20 সেকেন্ড ধরে হাত পরিষ্কার করা।
- অসুস্থ মানুষের কাছ হতে দুরে থাকুন।
- করোনা ভাইরাস (coronavirus) হতে বাচার জন্য যাদের সর্দি, কাশি অথবা নিউমোনিয়া রোগ রয়েছে তাদের কাছ থেকে দুরে থাকুন।
- নভেল করোনা (coronavirus) ভাইরাসের লক্ষন যদি আপনার শরীরে প্রকাশ পায় তাহলে আপনি দ্রুত doctor পরামর্শ নিন।
আরো পড়ুন >> করোনাভাইরাস টিকার নিবন্ধন সিস্টেম,যোগ্যতা,বয়স এবং দিকনির্দেশনা