শিক্ষা

অনলাইনে কলেজে ভর্তির আবেদন ২০২৩- একাদশ শ্রেণিতে ভর্তির নিয়ম, তারিখ ও রেজাল্টসহ সকল তথ্য

একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য একটি অ্যান্ড্রয়েড ফোন এবং টেলিটক সিম/ বিকাশ একাউন্ট থাকলেই যেকেউ ঘরে বসে কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। ২০২৩ সালের আপডেটকৃত নতুন কিছু তথ্য জানিয়ে দেওয়ার পাশাপাশি অনলাইনে কলেজে ভর্তির যাবতীয় কাজ  আমি এখন সম্পন্ন করব।

সুতরাং সর্বোচ্চ ১০ টি  এবং সর্বনিম্ন ৫ টি কলেজে মাত্র ১৫০ টাকা বিকাশের মাধ্যমে পেমেন্ট করে আবেদনপত্র সাবমিট, বিকাশে আবেদন ফি দেওয়ার নিয়ম, আবেদনের যোগ্যতা,  আবেদন করতে যা যা লাগে সকল বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। 

সর্বোপরি, ২০২২- ২০২৩ শিক্ষাবর্ষে ভিন্ন ভিন্ন কলেজের ভর্তি বিজ্ঞপ্তিসহ প্রথম, দ্বিতীয় এবং ৩য় ধাপে কলেজ ভর্তির আবেদন এবং ফলাফল পাওয়ার সহজ উপায় ও অনলাইনে কলেজে ভর্তির আবেদন ২০২৩- একাদশ শ্রেণিতে ভর্তির নিয়ম, তারিখ ও রেজাল্টসহ সকল তথ্য জানতে পুরো আর্টিকেলটি পড়ুন।

একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের নতুন নিয়ম 2023

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলেজে ভর্তি হওয়ার প্রারম্ভে অনলাইনে ফরম পূরণ করা দরকার.  একজন শিক্ষার্থী সর্বোচ্চ 10 টি কলেজ মাদ্রাসা এবং সর্বনিম্ন পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে পছন্দক্রম এবং নির্বাচন করে অনলাইনে আবেদন করতে পারবেন. 

দশটি শিক্ষা প্রতিষ্ঠানের আবেদনর জন্য সর্বমোট 150 টাকা পরীক্ষার ফি বাবদ পেমেন্ট করতে হবে. সুতরাং একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করার সম্পূর্ণ প্রসেস নিচে দেখানো হয়েছে.

অনলাইনে কলেজে ভর্তির আবেদন ২০২৩

এখন আমরা বিভিন্ন কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে যাচ্ছি। একটি নির্দিষ্ট মোবাইল নাম্বার এবং বাছাইকৃত কলেজ সিলেক্ট করে আবেদন প্রক্রিয়া শুরু করব এভাবে – 

১) প্রথমে http://xiclassadmission.gov.bd এই ওয়েবসাইটে যান।

২) তারপর ‘’Apply Online’’ বাটনে ক্লিক করে নির্দিষ্ট স্থানে এসএসসি/ সমমান পরীক্ষার রোল নম্বর, বোর্ড, পাশের সন, এবং রেজিস্ট্রেশন নম্বর সঠিক দিন.

৩) এডুকেশনাল তথ্যের পরে ব্যক্তিগত তথ্য দেওয়ার জন্য ‘’Contact Number’’ দিন. 

৪) অথবা ভর্তিচ্ছু শিক্ষা প্রতিষ্ঠান, গ্রুপ, Shift  এবং ভার্শন সিলেক্ট করতে হবে.

৫) তারপর ‘’Preview Application’’ বাটনে ক্লিক করে পছন্দের শিক্ষাপ্রতিষ্ঠান এবং পছন্দক্রম দেখতে পারবেন.

৬) অতঃপর ‘’Submit’’ বাটনে ক্লিক করলে কন্টাক্ট নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে. 

৭) সর্বশেষ নির্দিষ্ট স্থানে ভেরিফিকেশন কোড/ সিকিউরিটি কোড টি দিয়ে আবেদন সম্পন্ন হবে.

[বিশেষ দ্রষ্টব্যঃ আবেদনকারী আবেদনপত্রটি ডাউনলোড এবং প্রিন্ট করে নিতে পারবেন। ]

বিকাশ থেকে আবেদন ফি পেমেন্ট করার নিয়মঃ

 

১ম ধাপঃ ডায়াল করুন *247#

২য় ধাপঃ Payment অপশনে যান

৩য় ধাপঃ Education Fee তে ক্লিক করুন

 ৪র্থ ধাপঃ তারপর xi class admission অপশনে ক্লিক করুন

৫ম ধাপঃ এরপর এসএসসি/ সমমান পরীক্ষার রোল নম্বর, বোর্ড, পাশের সন, এবং রেজিস্ট্রেশন নম্বর নির্দিষ্ট ঘরে পূরণ করে পরবর্তী ধাপে যান.

৬ষ্ঠ ধাপঃ এখন বিকাশের গোপন পিন নম্বর দিন

৭ম ধাপঃ সর্বশেষ মোবাইলে কনফার্মেশন মেসেজ  আসবে. সেখান থেকে ট্রানজেকশন আইডি সরবরাহে রাখুন.

বিকাশ থেকে আবেদন ফি পেমেন্ট করার নিয়ম
বিকাশ থেকে আবেদন ফি পেমেন্ট করার নিয়ম

 

এছাড়াও  একাদশ শ্রেণিতে ভর্তি ফি  নগদ, রকেট, উপায়, টেলিটক এবং সোনালী ব্যাংক এর মাধ্যমে পেমেন্ট করা যাবে।

একাদশ শ্রেণিতে ভর্তির যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্রাদি

 

  • ২০২০, ২০২১ এবং ২০২২ সালে যে কোন শিক্ষা বোর্ডের অধীনে উর্ত্তীন্ন  শিক্ষার্থীগণ ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের জন্য বৈধ বলে বিবেচিত হবে। 
  • বিদেশী কোন শিক্ষাপ্রতিষ্ঠান অথবা বোর্ড হতে এসএসসি/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক সনদপত্র নিয়ে দ্বিতীয় দফায় ভর্তিযোগ্য বলে বিবেচিত হইবে।
  • একটি এন্ড্রয়েড ফোন
  • একটি কন্টাক্ট মোবাইল নাম্বার ইত্যাদি লাগবে।
  • এসএসসি বা সমমান পরীক্ষার রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর। 
  • আবেদন ফি 150 টাকা।  ন্যূনতম ১৫৩ BDT থাকতে হবে যদিও পরবর্তীতে তিন টাকা ফেরতযোগ্য .

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের সময়সীমা

 

১ম পর্যায়ঃ ৮ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।

২য় পর্যায়ঃ ৯/১/২০২৩ থেকে ১০/১/২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত। 

৩য় পর্যায়ঃ ১৬ জানুয়ারি ২০২৩ খ্রি. তারিখ থেকে 

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির পর্যায়ভিত্তিক তারিখ এবং ফলাফল ২০২২

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে কলেজে ভর্তি হওয়ার জন্য ইতোমধ্যে সার্কুলার প্রকাশ করা হয়েছে। তিনটি ধাপে শিক্ষার্থীগণ আবেদন এবং ভর্তি হতে পারবেন। তার জন্য পছন্দের কলেজে ভর্তি হওয়ার জন্য আপনি সিলেক্ট হয়েছেন কিনা তার রেজাল্ট দেখে সিওর হতে হবে। 

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির পর্যায়ভিত্তিক তারিখ এবং ফলাফল ২০২২
২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির পর্যায়ভিত্তিক তারিখ এবং ফলাফল ২০২২

 

একাদশ শ্রেণিতে ভর্তির ফলাফল- ২০২২ কলেজ ভর্তি রেজাল্ট ২০২৩

 

১ম পর্যায়ঃ

  • ১ম পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি রেজাল্ট প্রকাশ ৩১ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখ শনিবার রাত ৮:০০ টার সময়।
  • ১ম পর্যায়ের ভর্তি রেজাল্টে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজ নিশ্চায়ন করতে হবে ১ জানুয়ারি ২০২৩ থেকে ৮ জানুয়ারি ২০২২ খ্রি. তারিখের মধ্যে।
  • এখানে লক্ষনীয় যে, ১ম পর্যায়ের কলেজ নিশ্চায়ন না করলে ভর্তি রেজাল্ট বাতিল হবে এবং পুনরায় ফি দিয়ে আবারো ভর্তি আবেদন করতে হবে।

২য় পর্যায়ঃ

পছন্দক্রম অনুসারে ১ম মাইগ্রেশনের রেজাল্ট প্রকাশ করা হবে ১২ জানুয়ারি ২০২৩ খ্রি. তারিখ বৃস্পতিবার রাত ৮টার সময়।

  • ২য় পর্যায়ের একাদশ শ্রেণির ভর্তি আবেদনের রেজাল্ট ১২/১/২০২৩ খ্রি. তারিখ রাত ৮ টার সময় প্রকাশ করা হবে।
  • দ্বিতীয় পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের কলেজ নিশ্চায়ন করতে হবে ১৩/১/২০২৩ থেকে ১৪/১/২০২৩ খ্রি. তারিখের মধ্যে।

৩য় পর্যায়ঃ

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের  ভর্তির মাইগ্রেশন বা  নিশ্চায়ন সম্পন্ন হওয়ার পর তৃতীয় পর্যায়ের রেজাল্ট প্রকাশিত হবে।

একাদশ/কলেজ ভর্তির গ্রুপ নির্বাচন করার নিয়ম

 

  1. বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থীগণ বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা যেকোনো একটি গ্রুপ এ ভর্তি হতে পারবে। গ্রুপ চেঞ্জ করলে ইন্টারমিডিয়েটে আর বিজ্ঞান বিভাগ  নিতে পারবে না।
  2. মানবিক শিক্ষা/ আর্টস   এবং ব্যবসায় শিক্ষা বিভাগ হতে উত্তীর্ণ  শিক্ষার্থীগণ মানবিক এবং ব্যবসায় শিক্ষা  যে কোন বিভাগে ভর্তি হতে পারবেন।
  3. সাধারণ বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড, এবং কারিগরি শিক্ষা বোর্ড হতে উত্তীর্ণ শিক্ষার্থীদের একই নিয়ম অনুসরণ করে গ্রুপ নির্বাচন করে নেবেন।

Show More

মোঃ জাহিদুল ইসলাম

আমি মোঃ জাহিদুল ইসলাম । 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button