শিক্ষা

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৩ কবে? সূত্র- DPE.GOV.BD

২০২৩ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তা  নিয়ে ভিন্ন মত রয়েছে. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রাইমারি অ্যাসিসটেন্ট টিচার নিয়োগ ২০২৩ সম্পর্কে বিস্তারিত জানতে  আর্টিকেলটি পুরোপুরি পড়ুন. ২০২৩ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বিজ্ঞপ্তি গত ২৮ ফেব্রুয়ারি রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। প্রকাশ করা হয়েছিল ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের বিজ্ঞপ্তি। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। 

২০২৩ মধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী মে মাস থেকে নেওয়া শুরু হবে বলে dph.gov.bd  সূত্রে জানা যায়.প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, শিক্ষক স্বল্পতা দূর করতে আগামী মে মাস ২০২৩ মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ নিয়োগ সম্পন্ন হলে শিক্ষকরা আরও স্বাচ্ছন্দে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান করাতে পারবেন।

প্রাইমারি  শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৩ কবে?

DPE প্রাথমিক পরীক্ষার তারিখ ২০২৩ সংক্রান্ত একটি নতুন বিজ্ঞপ্তি ঘোষণা করেছে । ডিপিই পরীক্ষা মে মাস এ অনুষ্ঠিত হতে চলেছে। বিজ্ঞপ্তি ছাড়াও, সারাদেশে 61টি জেলায় পরীক্ষা নেওয়া হবে। সেজন্য ডিপিই ২০২৩ প্রথম ধাপে প্রকাশিত রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের প্রার্থীদের পরীক্ষা মে মাসে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৩- মে মাস থেকে নেওয়া শুরু হবে

Primary Exam Date 2023 Latest Update

State Minister for Primary and Mass Education Mohammad Zakir Hossain has said that the primary assistant teacher recruitment test is likely to be held in May 2023. The official website of the Department of Primary and Mass Education dpe.gov.bd has published written exam will start in May 2023.

As you know, all the activities for the Primary Assistant Teacher Recruitment Examination have already been completed by the Ministry. Now just waiting to take the test with a date. Many people think that if there is no test in March, it may be in April. But since there is no written basis for it, the exact date of the primary school assistant teacher examination cannot be stated. However, preparations should be made now as the test will be held soon.

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৩ 

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম পর্বের পরীক্ষা

  • রংপুর
  • বরিশাল ও
  • সিলেট বিভাগ

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় পর্ব

  • ময়মনসিংহ
  • খুলনা ও
  • রাজশাহী বিভাগ

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার ৩য় পর্ব

  • ঢাকা ও
  • চট্টগ্রাম বিভাগ

 

প্রাইমারি শিক্ষক নিয়োগ যোগ্যতা

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019 সালে মেয়েদের জন্য এইচএসসি পাশে আবেদন করার যোগ্যতা ছিল.  কিন্তু বর্তমানে 2020  সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা  ছেলে এবং মেয়ে উভয়ের যোগ্যতা যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী পাস হতে হবে.

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী। … মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে এ বয়সসীমা হবে ৩২ বছর। বয়স নিরুপণে এফিডেভিট গ্রহণযোগ্য নয়.

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি ওয়েবসাইট 

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার পাস মার্ক কত?

আপনারা জানেন যে, ৮০ নম্বরের লিখিত পরীক্ষায় (এমসিকিউ) প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য এক নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

এখানে যেহেতু  কাট মার্কস রয়েছে সেহেতু পরীক্ষায় পাশ কত নম্বরে হবে তা বলা মুশকিল. প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষার মধ্যে কাট মার্কস থাকলে তার নিশ্চয়ই পাশ নম্বর সঠিকভাবে বলা যায় না. তাই পরীক্ষার হলে বেশ ভালো করলেও তাদের কিছু নম্বর কাটা যাবে। তাই কাট মার্কস ৬৫ থেকে ৭০ এর মধ্যে থাকবে।

পরীক্ষা যখনই হোক না কেন, দীর্ঘ সময়ের প্রস্তুতি পরীক্ষার্থীদের পড়ালেখার  ভিত্তি মজবুত করে তুলতে  সহায়তা করে.  তাই নির্দিষ্ট সময়ের আগে পরীক্ষার প্রস্তুতি যথোপযুক্ত হওয়া বাঞ্ছনীয়.  অনেকে দেখা যায় যে পরীক্ষায় এমসিকিউ প্রশ্নের সঠিকভাবে বৃত্ত ভরাট করতে না পারায় তাদের কাট মার্কস বেশি হয়ে থাকে. 

তাই সাবধানতা অবলম্বন করে বিত্তু ঘর থেকে শুরু করে প্রশ্নের সমাধান মাথা খাটিয়ে সঠিকভাবে জমা দিতে পারলে লিখিত পরীক্ষা ইনশাআল্লাহ সাকসেস হবে.

 

 

Asad Pervez

আমি আসাদ পারভেজ । 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button