এয়ারটেল বাংলাদেশ রবি আজিয়াটা লিমিটেডের একটি প্রতিষ্ঠান । এয়ারটেল বাংলাদেশ একাই যাত্রা শুরু করে কিন্তু এই ব্যবসায় সুবিধা করতে না পেরে বেশ কিছুদিন হল সবকিছু রবির কাছে বিক্রি করে রবি আজিয়াটা বাংলাদেশের গ্রুপের সাথে যোগ দেয় । এবং তারপর থেকেই এয়ারটেল বাংলাদেশ খুব ভালো সার্ভিস দিয়ে আসতেছে । আজকে আমি এই অনুচ্ছেদে এয়ারটেলের এসএমএস অফার নিয়ে আলোচনা করব ।অনেক গ্রাহক আছে যারা এসএমএসের মাধ্যমে তাদের যোগাযোগ রক্ষা করে । তাদের জন্য এয়ারটেল এর বিভিন্ন এসএমএস প্যাকেজ জানা প্রয়োজন হয় । তাই আমি এয়ারটেল এর সবচেয়ে ভালো প্যাকেজগুলো এখানে আলোচনা করব ।
অনেক গ্রাহক এয়ারটেল মাসিক প্যাকেজ সাপ্তাহিক প্যাকেজ কিনতে চায় । মাসিক প্যাকেজ মানে 30 দিনের প্যাকেজ । আর একটি প্যাকেজ একদিন কিনলে আপনি আগামী 30 দিন খুব নিশ্চিন্তে থাকতে পারবেন এবং যেকোন ধরনের সমস্যার জন্য একে অপরের সাথে যোগাযোগ রাখতে পারবেন । তাই মাসিক প্যাকেজ কার্যকর ।
এয়ারটেল এক মাস মেয়াদি এসএমএস প্যাকেজ
আমি আগেই বলেছি একমাস ব্যাপী এসএমএস প্যাকেজ খুবই সাশ্রয়ী । এখন তো মানুষের প্রত্যেক দিনের অভ্যাস এসএমএসের মাধ্যমে একে অন্যের সাথে যোগাযোগ রক্ষা করা । আর এই যোগাযোগ রক্ষা করার সবচেয়ে বড় মাধ্যম এসএমএস । সেই এসএমএসটি যদি আপনি একদিন কিনলে এক মাস ব্যবহার করতে পারেন তাহলে এর চেয়ে ভাল সুবিধা আর কি হতে পারে ।তাই আমি এক মাস মেয়াদি প্যাকেজ গুলো দিলাম ।
- এয়ারটেল 1500 এসএমএস মাত্র 25 টাকার মেয়াদ 1 মাস ।
- কিভাবে একটিভ করবেন ?
- কিনতে ডায়াল করুন USSD হলো *321*1500# ।
এয়ারটেল 5 টাকার 150 এসএমএস প্যাক
- এয়ারটেল 5 টাকার এসএমএস প্যাকে আপনি পাচ্ছেন 150 টি এসএমএস যে কোন লোকাল নম্বরে ।
- মেয়াদ 24 ঘন্টা ।
- এক্টিভ করতে ডায়াল করুন *321*500#
- অথবা এটেল অ্যাপ দিয়ে আপনি কিনতে পারবেন ।
এয়ারটেল সবচেয়ে ভালো এসএমএস প্যাক 2020
- এয়ারটেল 50 এসএমএস 2 টাকা
- মেয়াদ 12 ঘন্টা
- কিনতে ডায়াল করুন *321*200#
- ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *778*6#
এয়ারটেল 800 এসএমএস প্যাক
- এয়ারটেল 800 এসএমএস 15 টাকা
- মেয়াদ 3 দিন
- কিনতে ডায়াল করুন *321* 150 #
- ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *778*6#
এয়ারটেল 2 টাকায় 40 এসএমএস প্যাক
- 2 টাকায় 40 টি এসএমএস
- মেয়াদ 12 ঘন্টা
- কিনতে ডায়াল করুন *321* 200 #
- ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *778*6#
এছাড়াও যদি আপনার অন্য কোনো প্যাকেজ সম্পর্কে জানার আগ্রহ থাকে । তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন । আমার ওয়েবসাইটের থাকার জন্য আপনাকে ধন্যবাদ ।