গ্রামীণফোনের নতুন সিমে রিচার্জ অফার 2021
আপনি কি একটা জিপি নতুন সিম কেনার কথা ভাবছেন, তবে আপনাকে আমার এই নিবন্ধটি ভালো করে পড়তে হবে । তাহলে আপনি গ্রামীণফোন নতুন সিমের কি কি অফার আছে সেগুলো সম্পর্কে খুব ভালো ভাবে বুঝতে পারবেন । তো চলুন শুরু করা যাক ।
গ্রামীনফোনে নতুন সংযোগ এর অফার গুলো কি কি ?
গ্রামীণফোন বাংলাদেশের সবচেয়ে বড় টেলিফোন অপারেটর কোম্পানি । গ্রামীণফোনের প্রায় ৮ মিলিয়ন গ্রাহক রয়েছে এবং গ্রামীণফোনের গ্রাহক দিন দিন বাড়ছে । সেইসাথে গ্রামীণফোন চায় তাদের গ্রাহক সংখ্যা বাড়াতে । তার জন্য গ্রামীণফোন নতুন গ্রাহকদের জন্য নিয়ে এসেছে আকর্ষণীয় অফার । এই নিবন্ধে আমি গ্রামীনফোনের নতুন সংযোগে মিনিট অফার, ডাটা অফার ও কল রেট অফার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ।
মেলা থেকে অথবা দোকান যেখান থেকে আপনি সিম ক্রয় করেন না কেন সব জায়গায় জিপি নতুন সিম অফার একই ।
- নতুন জিপি সংযোগে আপনি ৫ টাকা থাকবে, সিমের দামের সাথে অন্তর্ভুক্ত,
- কিন্তু, উপরক্ত দামে সিম ক্রয় করলে দামের সাথে অন্তর্ভুক্ত করে, আপনার নতুন জিপি সিমের মূল অ্যাকাউন্ট এ ৩৯ টাকা থাকবে, ১২ টি এমএমএস ।
- সাথে ১ জিবি ইন্টারনেট ফ্রি , মেয়াদ ৭ দিন ।
- ১ পয়সা/সেকেন্ড কল রেট দেশের যে কোন নম্বরে , মেয়াদ ৩০ দিন ।
- ১৭ টাকায় ১ জিবি ইন্টারনেট পাবেন পরবর্তী ৯ মাস পর্যন্ত ।
- নতুন সিম অফারের মেয়াদ ও বোনাস জানতে *১২১*১*২# ডায়াল করুন।
জিপি নতুন সিমের দাম কত?
অনেকেই জানতে চায় গ্রামীণফোনের নতুন সিমের দাম কত? এই প্রশ্নের উত্তর দিতে হলে আগে জানতে হবে গ্রামীণফোনের সিমটি আপনি কোথা থেকে কিনবেন । আপনি যদি গ্রামীনফোনের সিম টি কোন পার্মানেন্ট দোকান থেকে কিনেন সেক্ষেত্রে আপনার দাম বেশি নেবে প্রায় ১৫০-২০০ টাকার মত । কিন্তু আপনি যদি অস্থায়ী কোন দোকান যেমন গ্রামীনফোনের সিম মেলা ইত্যাদি থেকে কিনেন সেক্ষেত্রে গ্রামীনফোনে নতুন সংযোগ আপনি বিনামূল্যে পেতে পারেন । বিনামূল্যে বললাম এই কারণে আপনি ১০০ টাকা রিচার্জ করলেন আপনার মূল ব্যালেন্সে 100 টাকায় থাকলো সাথে গ্রামী সিমটি আপনি ফ্রী পেলেন ।আশা করি আমার উত্তরটা আপনারা বুঝতে পেরেছেন ।
নতুন সিমের রির্চাজ অফার
গ্রামীণফোন এ প্রথম বার ৩৪ টাকা রিচার্জে করলে গ্রাহক যে কোন লোকাল নম্বরে ১ পয়সা পার সেকেন্ড কলরেট একথা বলতে পারবেন সাথে ১ জিবি ইন্টারনেট পাবেন যার মেয়াদ 7 দিন ।
66 টাকা রিচার্জ অফার
- গ্রামীনফোনে নতুন সংযোগ ৬৬ টাকা রিচার্জে করলে নতুন গ্রাহক পাবেন ১১০ মিনিট (যেকোনো লোকাল অপারেটরে) কথা বলতে পারবেন ।
- এই মিনিটের মেয়াদ ১০ দিন ।
- বিশেষ দ্রষ্টব্য: নতুন সিম কেনার দুই দিনের মধ্যে রির্চাজ করতে হবে এবং এটি পুনরায় আর নেওয়া যাবে না ।
গ্রামীনফোনে নতুন সংযোগ ১১৯ টাকা রির্চাজ
- ১০০ মিনিট যেকোনো লোকাল অপারেটরে ।
- সাথে পাবেন ২ জিবি ইন্টারনেট যার মধ্যে ১gb রেগুলার এবং ১ 4g জিবি
- ইন্টারনেট মেয়াদ ৩০ দিন ।
গ্রামীনফোনে নতুন সংযোগ ১৭ টাকা রিচার্জে ১ জিবি ইন্টারনেট অফার
নতুন গ্রাহকগণ গ্রামীণফোনের ঠিক ১৭ টাকা রিচার্জ করলে 7 দিন মেয়াদ ১ জিবি ইন্টারনেট কেনার সুযোগ পাবেন ।
- 17 টাকা রির্চাজ ।
- .১ জিবি ইন্টারনেট
- নতুন গ্রাহকগণ প্রতিমাসে একবার কিনতে পারবেন ।
- সেক্ষেত্রে সর্বোচ্চ ৯ মাসে ৯ বার এই প্যাকেজটি কিনতে পারবেন ।
- প্রতি মাসে কেনার অবশিষ্ট সুযোগ জানতে ডায়াল *১২১*১১১১#
নতুন সিমের আরও কোন অফার সম্পর্কে জানার জন্য নিচে কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন । এতক্ষণ সময় ধরে আমার নিবন্ধনটি পড়ার জন্য ধন্যবাদ ।