শিশুদের নাম

দোকানের নামের তালিকা- ব্যবসায় আকর্ষণীয় নাম নির্বাচন

বিভিন্ন প্রকার দোকানের আনকমন এবং আকর্ষণীয় কিছু নামের তালিকা এখানে সংযুক্ত করা হয়েছে। আপনি যদি নতুন কোনো ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেন অথবা সেই কাঙ্খিত ব্যবসা প্রতিষ্ঠান একটি শ্রুতিমধুর নাম দিয়ে এগোতে চান, তাহলে এই কনটেন্টটি আপনাকে ভীষণ ভাবে সহযোগিতা করতে যাচ্ছে।

এই পৃথিবীতে মানুষ সকলে আনকমন কোন কিছু বেশি গুরুত্ব দেয়। শ্রুতিমধুর এবং ইতিহাস নির্ভর কতগুলো নাম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মানুষের মনে জায়গা করে নেয়। যেমন- আমাজন জঙ্গলের নাম অনুসারে জেফ বেজোস তার ব্যবসা প্রতিষ্ঠান নাম রাখেন Amazon . অন্যদিকে চীনের জ্যাক মা তার প্রতিষ্ঠান এর একটি আনকমন নাম রাখেন- আলিবাবা ।

সুতরাং, আপনি যদি সেরকম মনোবল নিয়ে নতুন ব্যবসা একটি আকর্ষনীয় এবং সুন্দর নাম দিয়ে শুরু করেন তাহলে তার মূল্যায়ন আপনি এখনো উপলব্ধি করতে না পারলেও পরবর্তীতে হয়তো আপনার ব্যবসাপ্রতিষ্ঠানে রেখে দেওয়া নাম টি হতে পারে পৃথিবী বিখ্যাত।

কাজেই, ব্যবসাপ্রতিষ্ঠান যেহেতু কাস্টমার এর উপর নির্ভর করে, তাই কাস্টমার যাতে অতি সহজেই সে নামটির মনে রাখতে পারে এমন নাম নির্বাচন করা উচিত। যেমন- আমি অনলাইনে pagla.com নামের একটি ডোমেইন সার্চ করলাম। এবং সেটি একটি প্রিমিয়াম ডোমেইন যার মূল্য চাওয়া হয়েছে ৮৭০০ টাকা। আপনি কি বলতে পারেন, ৮৫০ টাকা দিয়ে ডোমেইনটি কিনে জনৈক ভদ্রলোক ৭৮৫০ টাকা লাভ করবেন কিসের কারণ? নিশ্চয় আপনি উপলব্ধি করতে পারছেন যে, আনকমন নাম ই লাভ এর মূল কারণ।

তাই, আপনার ব্যবসা প্রতিষ্ঠান এর একটি নতুন এবং আকর্ষণীয় নাম রাখার সুবাদে নিচের ভ্যারাইটিজ নামের তালিকা থেকে যেকোনো একটি নির্বাচন করে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে পারেন।

দোকানের সুন্দর নামের তালিকা

নিচের যেকোনো একটি নাম নির্বাচন করে দোকানের নামকরণ করলে আপনি ব্যবসায় সফল হওয়ার সম্ভাবনা খেতে পারেন। মুদির দোকান থেকে শুরু করে ওষুধের দোকান, কসমেটিকসের দোকান, হার্ডওয়ারের দোকান, কম্পিউটারের দোকান, সার্ভিসিং এর দোকান, কাপড়ের দোকান এমনকি রেস্টুরেন্ট বা চায়ের দোকানের নাম রাখার জন্য নিচের নামগুলো সহায়ক নয় কি?

অনলাইন শপ এর নাম

ই কমার্স নাম আইডিয়া বা অনলাইন ব্যবসার জন্য নাম খুঁজে থাকলে নিচের নামগুলো দেখতে পারেন। যথা:

  • বিপণি
  • চলো কিনি
  • হিড়িক
  • হাটবাজার
  • হাটখোলা
  • পণ্যমালা
  • পসার
  • আপণ
  • পণ্যবিচিত্রা
  • পণ্যগৃহ
  • হালখাতা
  • বাজারব্যাগ
  • সদাইপাতি
  • আমাদের শপ
  • দেশের বাজার
  • গ্রামের হাট
  • গ্রাম্য মার্ট
  • কেনাকাটা
  • দরদাম
  • থই থই

খাবার দোকানের সুন্দর নামের তালিকা

  • শাহীমহল
  • রাজদরবার
  • খাদ্য গৃহ
  • স্বাদ বিচিত্রা
  • খাদ্যবিতান
  • ফুড কোর্ট
  • ফুডশপ
  • গ্রিন ক্যাফে
  • ক্যাফে ৯০

ঔষধের দোকানের সুন্দর নাম

  • মেসার্স ওমর ফার্মেসী
  • মেসার্স নূরজাহান ফার্মেসী
  • আস্থা ফার্মেসী
  • দাওয়া ফার্মেসী
  • দাওয়াই ফার্মেসী
  • দাবাই ফার্মেসী

মুদি দোকানের সুন্দর নামের তালিকা

  • নিত্যসমাহার
  • সদাইপাতি
  • নিত্যপণ্য
  • দোকানদার
  • পণ্যগৃহ
  • সদাইঘর
  • পণ্য কুটির

পোশাকের দোকানের নাম

  • চাঁদনিচক
  • কামিনী ফ্যাশন হাউজ
  • নওরীন ফ্যাশন হাউজ
  • ফ্যাশন কর্ণার
  • Sedation
  • Hendrix
  • Dressify
  • Clothing Place
  • OrderlyFashion
  • Faction Fashion
  • Goodly
  • Fashionista
  • Frosty Fashion

মোবাইল দোকানের সুন্দর নামের তালিকা

  • মোবাইল গুরু
  • মোবাইল ডাক্তার
  • রেডিয়েন্ট  মোবাইল সার্ভিসিং
  • বিসমিল্লাহ  মোবাইল সার্ভিসিং
  • মোবাইল গ্যারেজ
  • Fast Track Repair
  • Fast Fix
  • Gadget repair services

ব্যবসা প্রতিষ্ঠানের সুন্দর নামের তালিকা

  • সাঁঝের বাতি
  • Agro Inc
  • White-Lilly Inc
  • Exotic Inc
  • Hydra Inc
  • Rev Up
  • Touch base
  • Orchid

সর্বশেষ আমরা আশা করছি যে, আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠান এর একটি সুন্দর এবং আকর্ষণীয় নাম এখান থেকে নির্বাচন করতে সক্ষম হয়েছেন। এছাড়াও, কোন নির্দিষ্ট অক্ষর দিয়ে দোকানের নামকরণ করতে চাইলে আমাদেরকে কে জানাতে পারেন, ধন্যবাদ।

Asad Pervez

আমি আসাদ পারভেজ । 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button