সাম্যের বিশ্ব চাই Lyrics- তাবিব মাহমুদ ও রানা

সাম্যের বিশ্ব চাই- তাবিব মাহমুদ ও রানা |
প্রকাশিত: 24 জানুয়ারী 2020
Shammerr Bissho cai
শিল্পী: তাবিব মাহমুদ ও রানা
গান: Tabib Mahmud
সঙ্গীত: LMG বিট
Cinematorgrapher: রায়হান উদ্দিন
সহকারী পরিচালক: আহসান খন্দকার, মাসুম বিল্লাহ
ক্রিয়েটিভ পরিচালক: Hojayfa মুজিব
পরিচালক: তাবিব মাহমুদ
সম্পাদক: Lisan
রঙ শূন্য: Hojayfa Mojib
প্রযোজক: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
Shammer Bissho Chai Rana Tabib Lyrics- সাম্যের বিশ্ব চাই গানের লিরিক্স
জীবনটা নয় টম ইদুরের খেলা।
এই কথা বুঝাতেই গল্পটা বলা
দেখেছে যেখানে যারা নিস্পাপ কিছু
হােক তারা ভিনদেশী রােহিঙ্গা শিশু
যেহেতু এ জীবনটা স্রষ্টার দান
বিদ্যার চোখে তাই সবাই সমান
রক্তের লাল রঙে এক সংকেত
মানুষের মাঝে নাই বাদ বিচ্ছেদ
আজকের সব শিশু শিক্ষার আলো পেলে
আগামির পৃথিবীর ঝলমলে রুপ
অনথ্যা ভুল হবে অন্যায় বেড়ে যাবে
পাপীদের দাবানলে রবে নিশ্চুপ
শিশুদের গড়ে তুলো ভেদাভেদ ভুলে যাও
বুকে টেনে ভালোবেসে মমতা শিক্ষা দাও
কিছুদিন পর তবে দেখবে সোনালী মুখ
মানুষের হাসি দেখে প্রকৃতি ঘুচাবে দুখ
আমরা সাম্যের বিশ্ব চাই
সবার জন্য শিক্ষা চাই
এই অধিকার
তোমার আমার
পৃথিবীতে আজ কেনো মানবতা মার খায়?
নিজ দেশ থেকে ওরা রোহিঙ্গা বিতাড়িত
বাংলার কোলে এসে মাথা গুজে নিলো ঠাই
জীবনের গতিপথে মানুষেরা পরাজিত
ছোটো ছোটো শিশুরা ঘরহারা দিকহিন
বেড়ে উঠে শৈশবে বিদ্যার ছোয়া কই?
এটাইতো অবিচার পায় না সে অধিকার
মানুষের মাঝে আজ সাম্যের সুর কই?
রোহিঙ্গা শিশু যদি শিক্ষা না পায় তবে
অপরাধে জড়াবে সারাদেশে ছড়াবে
আমাদের উন্নতি গতিপথ হারাবে
এই ক্ষতি বাংলাকে বহুদিন ভুগাবে
শোনো হে মিয়ানমার সাম্যের ডাক শুনে
সন্তানদের বুকে ফিরিয়ে নাও
তদ্দিন ছোটো ছোটো শিশুদের কাছে টেনে
শান্তির কথাগুলো শিক্ষা দাও
আমরা সাম্যের বিশ্ব চাই
সবার জন্য শিক্ষা চাই
এই অধিকার
তোমার আমার।