বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এর অধীনে অস্থায়ী ভিত্তিতে বাস-ট্রাকের জন্য চালক এর শূন্যপদে নিয়োগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিচের শর্তানুযায়ী সাদা কাগজে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
#আবেদনের শেষ তারিখ:11-04-2021
#পদসংখ্যা:104
#আবেদন ফি:150
#শিক্ষাগত যোগ্যতা:অষ্টম শ্রেণী পাস
বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন(বিআরটিসি) নিয়োগ বিজ্ঞপ্তি 2021
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন( বিআরটিসি) একটি রাষ্ট্রীয় মালিকানাধীন কর্পোরেশন পরিবহন, যা বাংলাদেশে 1961 সালের 4 ফেব্রুয়ারি সরকারি আদেশ এ প্রতিষ্ঠিত হয়েছিল। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর এটি এর বর্তমান নাম ধারণ নিয়েছিল ।
এটি সড়ক ও মহাসড়ক বিভাগে বাস সরবরাহ এবং গণপরিবহন রক্ষণাবেক্ষণের জন্য কাজ করে থাকে। বিআরটিসি যাত্রী এবং কার্গো উভয় পরিবহন পরিষেবা সরবরাহ করে। বিআরটিসি’র আওতাধীন এ তিনটি আন্তর্জাতিক বাস সার্ভিস চালু রয়েছে বাংলাদেশের মধ্যে। যা হল ঢাকা টু কলকাতা আগরতলা এবং শিলিগুড়ি। এছাড়াও বাংলাদেশের মধ্যে ইন্টারসিটি বাস পরিষেবা চালু রয়েছে।
আমাদের এই পেজ থেকে আপনারা বিআরটিসি’র সকল কার্যক্রমের সর্বশেষ খবর জানতে পারবেন।